
বিশেষ প্রতিনিধি,০১ এপ্রিল ১৭।। ০১:০৫:১৪ পূর্বাহ্ন
সোনাগাজীর আলো অনলাইন পত্রিকায় গত ২৯ মার্চ ‘ফেনীতে অপচিকিৎসার আরেক নাম ই- স্কয়ার ল্যব শির্ষক সংবাদটি প্রতিবাদ জানিয়েছে ল্যাব কর্তৃপক্ষ।৩১ মার্চ রাতে ই-স্কয়ার ল্যাব চেয়ারম্যান এনামুল হক ‘ভুল সংবাদ প্রকাশের প্রতিবাদ’ শিরোনামে পাঠানো বক্তব্যে তিনি জানান যে রোগীর রেফারেঞ্চ দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট তারিখে সেই রোগীর কোন রেকর্ডপত্র অত্র প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যায়নি।তিনি আরও উল্লেখ করেন প্রতিবেদকের ল্যাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগের কোন সত্যতা পাওয়া যায়নি।প্রতিষ্ঠানের স্বার্থে অনুমান নির্ভর কোন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে তিনি সোনাগাজীর আলো কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়ে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন।
