Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

প্রথমবারের মতো ঢাকায় মক্কা-মদিনার দুই ইমাম

সোনাগাজীর আলো ডেস্ক, ০৫ এপ্রিল ১৭।।  ০১:১৫:২৩ অপরাহ্ন

মক্কা-মদিনার দুই ইমামসহ ৬ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছেন।বুধবার(৫ এপ্রিল) ভোর ৪টার দিকে সৌদি এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে প্রথমবারের মতো তারা ঢাকায় আসেন। আগামীকাল ৬ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তারা যোগ দিবেন।বাংলাদেশে তারা ৩ দিন থাকবেন।

ঢাকার শাহজাজাল বিমানবন্দরে আশার পর ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তা ও সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।এরপর তাদের ঢাকার কুর্মিটোলায় হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হয়।

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববির সম্মানিত সিনিয়র ইমাম শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মসজিদের নববির সম্মানিত সিনিয়র ইমাম শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের ২ জন কর্মকর্তা, সৌদি আরবের উচ্চ পর্যায়ের আলেম ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *