Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

প্রেমের টানে রাজবাড়ীতে ব্রাজিলের তরুণী

 

সোনাগাজীর আলো ডেস্ক, ০৪ এপ্রিল ১৭।। ১০:১০:৩২ অপরাহ্ন

বিভিন্ন দেশ থেকে এসে তরুণীরা বাংলাদেশী তরুণদের সঙ্গে ঘর বাঁধছেন। সম্প্রতি এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে। এবার ফেসবুকে প্রেমের সূত্র ধরে রাজবাড়ীতে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের এক তরুণী।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের বলাই ঘোষের ছেলে সঞ্জয় ঘোষের (২৮) বাড়িতে এসেছেন জেইসা ওলিভেরিয়া সিলভা (২৯)। সঞ্জয় শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী।

মঙ্গলবার দুপুরে সঞ্জয় ঘোষের বাড়িতে গিয়ে দেখা যায় জেইসা ওলিভেরিয়া সিলভা চেয়ার পেতে বসে আছেন। উৎসুক জনতা তাকে এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছেন।

সঞ্জয় ঘোষ বলেন, ‘প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে ব্রাজিলের মিউনেশিয়াল অ্যাসিস্টেন্ট জেইসা ওলিভেরিয়া সিলভার সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর জেইসা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে।’

তিনি বলেন, ‘সোমবার ভোরে জেইসা হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে আমি তাকে বাড়িতে নিয়ে আসি।’

জেইসা আপনাকে বিয়ে করবেন কি না- এমন প্রশ্নে সঞ্জয় বলেন, ‘সে এসেছে, আমাকে ও আমার পরিবারকে কাছ থেকে দেখল। এখন সে তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিবে। তাকে বিয়ে করলে আমার পরিবারের পক্ষ থেকে কোনো বাধা নেই।’

প্রতিবেদকের উপস্থিতিতে সঞ্জয় তার প্রেমিকা জেইসাকে বলেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ জবাবে জেইসা ‘হ্যাঁ’ বলেন।

জেইসা ওলিভেরিয়া সিলভা বলেন, ‘সঞ্জয়ের সঙ্গে ফেসবুকে সম্পর্কের সূত্র ধরে আমি বাংলাদেশে এসেছি। বাংলাদেশ আমার খুব ভালো লেগেছে। এ দেশের মানুষ খুব সৎ।’

তিনি বলেন, ‘যদি সঞ্জয় আমাকে জীবনসঙ্গী করতে চায় তাহলে ব্রাজিলে গিয়ে পরিবারের সম্মতি নিয়ে আবার এখানে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হব।’সুত্র-যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *