Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনীতে ডাক্তারের অবহেলায় আবারও রোগীর মৃত্যু।।অভিযুক্ত ডাক্তার সঞ্জয়ের ক্ষমা প্রার্থনা

 

 

আবুল হোসেন রিপন, ১২ এপ্রিল ১৭।। ১০:২০:৩২ পূর্বাহ্ন

ফেনীতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর মিছিলে আরেক রোগীর নাম যুক্ত হলো।তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার কেউ নেই।এমনকি রাষ্ট্র তাদের কাছে অসহায়।সরকার কোন ব্যাবস্থা গ্রহন করলে ডাক্তার নামের মানব সেবীরা পুরো চিকিৎসা ব্যাবস্থা কে অচল করে দেয়।অভিযোগ উঠার পরও ফেনী সদর হাসপাতালের ঘাতক ডাক্তার সঞ্জয় পাল বহাল তবিয়তে থেকে কথিত রোগী হত্যার সেবা দিয়ে যাচ্ছে।দায় এড়াতে চিকিৎসা অবহেলায় মৃত রোগীরর স্বজনদের কাছে ক্ষমা প্রার্থনা করে বাংলা সিনেমার ভিলেনের অভিনয়টাও সেরে ফেলেছে।

ফেনী সদর হাসপাতালে ডাক্তারের অবহেলায় আব্দুর রহিম(৫৫)নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।নিহতের বড় মেয়ে স্বপ্না আক্তার বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এমন অভিযোগ করেন।

অভিযুক্ত ডাক্তার সঞ্জয়ের ক্ষমা চেয়ে পাঠানো এসএমএসের স্কীনশর্ট

তিনি জানান গত ৬ এপ্রিল সকাল ১০ টায় তার পিতা আব্দুর রহিমের প্রচন্ড মাথা ও গাড়ে  ব্যাথা।তিনি বালিগাঁও থেকে ফেনী সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার সঞ্জয় পাল কে দেখানো হলে রোগীকে ভর্তি না দিয়ে তেমন কিছু হয়নি বলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়।একপর্যায়ে রোগীর মাথা ও গাড়ের ব্যাথা প্রচন্ড ভাবে বেড়ে যাওয়ায় পরদিন (৭ এপ্রিল) সকাল ১১.৩০মিনিটে পুনরায় ফেনী সদর হাসপাতালে জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত  ডাক্তার রোগীকে ভর্তি দিয়ে ওয়ার্ড়ে প্রেরন করেন।কিন্তু সেখানেও কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের গাফেলতি দেখে তাৎক্ষনিক হাসপাতালের আরএমও ডাঃ অসীম কুমার সাহা কে অবহিত করলে তিনি দ্রুত ওয়ার্ড়ে এসে অবহেলাকারী নার্সদের সাষিয়ে যান এবং রোগীর দেখবাল করেন তখন সঙ্গে থাকা ডাক্তার সঞ্জয় পাল কে দেখে রোগীর ভাই জানান স্যার গত কালতো আপনী এ রোগীকে দেখলেন কিন্তু তার কোন উন্নতি না হয়ে অবনতি হলো তাই পুনরায় হাসপাতালে ভর্তি করালাম।রোগী প্রচন্ড ব্যাথায় কেচোঁর মতো চটপট করতেছে  আপনী কি একবার দেখবেন?তখন ডাঃ সঞ্জয়  পাল রোগীর ভাইকে খুব খারাপ ভাষায় জানান যে এ রোগী একজন পাগল ও মানষিক রোগী তখন রোগীর ছোট ভাই প্রতিবাদ সুরে বলেন এ রোগী গত কালও আপনার চিকিৎসারত অবস্থায় ভালো ছিলো এবং ব্যাথা জনিত চিকিৎসা প্রদান করেন কই তখনতো পাগল বলেন নাই তবে কেন আজ বলতেছেন ঊনি পাগল হলো?তখনি ডাক্তার জানান তুই কি আমার চেয়ে বেশী জানিস এবেটা তো পাগল তাই পাগলী করতেছে এ বলে রোগী না দেখে ওয়ার্ড় ত্যাগ করেন ডাক্তার।কিন্তু রোগীর ব্যাথা জনিত আর্তনাত দেখে  চিকিৎসা না পেয়ে তার ভাই রোগীকে পুনরায় অন্য হাসপাতালে প্রেরনের জন্য রওয়ানা হতে দেখে হাসপাতালের আরএমও ডাঃ অসীম কুমার সাহা দোড়ে এসে রোগীকে জরুরী বিভাগে নিয়ে যায় এবং কিছুক্ষন পর তাকে মৃত বলে ঘোষনা করেন।স্বজনরা এ মৃত্যুর জন্য ডাঃ সঞ্জয় পালকে দায়ী করেন এবং তার দৃষ্টান্তমুলক শাস্তি অপসারন দাবী জানান।তারা এ বিষয়ে ফেনী সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রাণালয়ে অভিযোগ করবে বলে জানান।

অভিযুক্ত ডাক্তার সঞ্জয় পালের সাথে বুধবার সকালে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ডিউটিতে রয়েছে বলে জানিয়ে লাইন কেটে দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে ফেনীর সিভিল সার্জনের মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তিনি রিসিব করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *