
বিশেষ প্রতিনিধি, ০৬ এপ্রিল ১৭।। ০৫:১২:৪৯ অপরাহ্ন
ফেনীতে পুলিশ দেখেই গাড়ীতে ৬ হাজার পিস ইয়াবা রেখে পালিয়ে গেলো মাদক চোরাকারবারী।বৃহস্পতিবার সকালে মহিফাল হাইওয়ে পুলিশ গাড়ীসহ ইয়াবা জব্দ করে।
সংশ্লিষ্ট সুত্র জানায়,বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহিফাল সংলগ্ন ফতেহপুর সড়কে হাইওয়ে পুলিশেরর সার্জেন্ট তৌহিদুজ্জমানের নেতৃত্ত্বে চেকপোষ্ট স্থাপন করে। চোরাকারবারীরা চেকপোষ্টের বিষয় টের পেয়ে গাড়ী রেখে পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া প্রাইভেট কার ও ৬০০০পিস ইয়াবা জব্দ করে মহিফাল ফাঁড়িতে নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক মামলা দায়ের করা হয়েছে।
মহিফাল হাইওয়ে পুলিশের ওসি আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
