
নিজস্ব প্রতিনিধি, ০১ এপ্রিল ১৭।। ১২:৪৪:১২ পূর্বাহ্ন
পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার আজ শুক্রবার ফেনীতে বাংলাভিশনের ১২ বর্ষ পদার্পনে বনাঢ্য অনুষ্টানে প্রধান অতিথির ভাষনে বলেছেন , ফেনীতে মাদক,জঙ্গী,সন্ত্রাস বিরুদ্ধে সাংবাদিক ও পুলিশ সাহসীকতার সহিত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ।একই সঙ্গে সমাজ থেকে এই সব রুগ্ন ব্যাধি নিয়ন্ত্রন ও নিমূল করা হবে ।
বাংলাভিশনের ফেনী জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম সভাপতিত্বে এই অনুষ্টান অনুষ্টিত হয় ।
এসপি এই অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনার নিজের প্রয়োজনে , প্রতিষ্ট্রানের প্রয়োজনে কিংবা বিবেকের প্রয়োজনে সংবাদ প্রকাশ করে কাউকে হিরো করতে যাবেন না । সংবাদের প্রয়োজনে সংবাদ,দেশের প্রয়োজনে সংবাদ, মানুষের জন্য সংবাদ, অবিসংবাদিত সংবাদ ও অনুসন্ধানী সংবাদ প্রকাশ করুন । এতে করে আপনার সর্ম্পকে এই দেশ ও জনপদের মানুষ কথা বলবে।
সাংবাদিক জাফর সেলিমের পরিচালনায় এই অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ১ আশ্রাফুল আলম গিটার , প্যাণেল মেয়র-২ নজরুল ইসলাম স্বপান মিয়াজি , ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি শাহজালাল রতন, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট ফয়েজুল হক মিল্কী , জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাউন্সিলর অঅমির হোসেন বাহার , বুদ্ধি প্রতিবন্ধি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এড.সমীর কর, জেলা খেলাঘর এর সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী পৌর কাউন্সিলর হারুনুর রশিদ , কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী বক্তব্য রাখেন ।
এই ছাড়া বক্তব্য রাখেন, যুগান্তরের ষ্টাফ রিপোর্টার যতন মজুমদার ,আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার , চ্যাণেল২৪ এর দিলদার হোসের স্বপন, ফেনী প্রেস ক্লাব সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, স্বদেশ পএ সম্পাদক এনএন জীবন , দৈনিক ষ্টার লাইনের সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী , মানবাধিকার নেতা কাজী মিজানুর রহমান মিষ্টার, নয়াপয়গামের সম্পাদক এনামুল হক, একুশে টিভি প্রতিনিধি নজরুল ইসলাম রন্জু , সাংবাদিক জাবেদ হেসেন মামুন , দাগরভুঞা প্রেস ক্লাবের সভাপতি সিরাজ উদ্দিন দুলাল , সোনাগাজি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন রিপন , আবু ইউসুফ মিন্টু , এমাম হোসেন এমাম, কবি ইকবাল চৌধুরী ,সাংবাদিক ইউসুফ আলী সহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বর্ষপূতি উপলক্ষে এই সময় অতিথি বৃন্দ কেক কাটেন ও শহরে বের হওয়া বনাঢ্য শোভাযাএা অংশ নেন।
