সোনাগাজী : ৩ এপ্রিল ২০১৭, সোমবার ১৯:০০;
ফেনীর সোনাগাজী উপজেলাস্থ রব প্রাইমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী মারিয়া অাক্তার বর্ষার (৮) দুটি কিডনি অকেজো। সে চর ছান্দিয়া গ্রামের সিপাহী বাড়ীর গ্রাম্য দন্ত চিকিৎসক একরামুল হক খোকন ও কোহিনুর অাক্তার এর মেয়ে।
গত একমাস ফেনী সদর অাধুনিক হাসপাতালে ৪২৫ নং বেডে কাতরাচ্ছে। চিকিৎসক জানিয়েছে ১ টি কিডনি স্থাপন করতে পারলে তাকে বাঁচানো যাবে। মারিয়ার চিকিৎসার জন্য প্রায় ১০লক্ষ টাকা প্রয়োজন।
মারিয়ার পিতা খোকনের পক্ষে ১০ লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয়। সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।
পিতার মোবাইল নাম্বার -০১৯৪৮-৪৯০৩৬৯.
বিকাশ নাম্বার – ০১৯১২-৭৭২৩৯১.
