Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

মাশরাফির বিদায় ঘোষণার দিনে ফেনীর সাইফউদ্দিনের অভিষেক

 

সোনাগাজীর আলো ডেস্ক, ০৪ এপ্রিল ১৭।। ০৮:৪৮:৩২ অপরাহ্ন

যেই ম্যাচটির অল্প সময় আগে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা দিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা কৌশিক; সেই ম্যাটিতেই অভিষেক হতে যাচ্ছে তরুণ সাইফউদ্দিনের। গত শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত ইমার্জিং টিমস এশিয়া কাপের সেমিফাইনাল খেলেই তিনি উড়াল দিয়েছিলেন শ্রীলঙ্কায়। আজ কলম্বোর প্রেমাদাসায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে ২০ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডারের।

২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সাইফউদ্দিন সহ বাংলাদেশ আজ ৪ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। অবশ্য টসের পর জাতীয় সঙ্গীত চলাকালে নেমেছে বৃষ্টি। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলেও মাঠ খেলার উপযোগী করার চেষ্টা চলছে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *