
নিজস্ব প্রতিনিধি, ১২ এপ্রিল ১৭।। ০৬:১৫:৩৮ অপরাহ্ন
সোনাগাজী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ সেলিম চরছান্দিয়ার ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।বুধবার বিকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হলেন।
এসময় বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আবু সুফিয়ান তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন,প্রচার সম্পাদক সৈয়দ দ্বীন মোহাম্মদ,ইউপপ সদস্য মোশারফ মিয়া,পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যবৃন্দ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
সলিম উল্যাহ সেলিম ওয়ালী আল হায়দারিয়া মাদ্রাসা ও রব প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
