
বিশেষ প্রতিনিধি, ০৩ এপ্রিল ১৭।। ০৫:২৫:২৯ অপরাহ্ন
সোনাগাজীর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে একই রাতে দুই বাড়ীতে ডাকাতি হয়েছে।রবিবার দিবাগত রাতে ডাকাত দল দুইটি বাড়ীর বসতঘর থেকে আনুমানিক ৬ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
ঘটানার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন,ইউপি সদস্য ইমাম উদ্দিন গঠন ও এলাকাবাসী জুয়েল প্রকাশ জুয়েল্লা চোরা বাহিনীকে দায়ী করেছে।তার বিরুদ্ধে মডেল থানায় ডাকাতি,চুরি,হত্যা ও মাদকের ৮/৯ মামলা রয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও মডেল থানার ওসি হুমায়ুন কবির সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে।
ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা যায়,রবিবার দিবাগত রাত তিনটার সময় সুজাপুর গ্রামের ওবায়দুল হক মল্লিক বাড়ীতে মুখোশপরা ১০/১২ সশস্ত্র ডাকাত দল হানা দেয়।এসময় তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ৩ ভরি স্বর্ণালংকার,নগদ টাকা ও মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।অল্প কিছুক্ষন পর একই ডাকাত দল পাশ্ববর্তী বাড়ীর মাহবুবুল হকের বসত ঘরে হানা দিয়ে একই কায়দায় ঘরে প্রবেশ করে ৪ বরি স্বর্ণালংকার,নগদ টাকা ও মুল্যবান মালামাল নিয়ে যায়।
এলাকাবাসী জানায়,রবিবার সন্ধ্যায় জুয়েল ও তার সহযোগীদের এলাকায় দেখা গেলেও ডাকাতির পর তারা এলাকা থেকে পালিয়ে যায়।
সোনাগাজী মডেল থানার ওসি হুমাযুন কবির ডাকাতির ঘটনার সত্যতা স্বিকার করে জানান,ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
