
নিজস্ব প্রতিনিধি ০১ এপ্রিল ১৭।। ০৬:১৫:৩২ পূর্বাহ্ন
সোনাগাজী পৌরসভার হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পরিত্যাক্তবস্থায় একটি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় পুলিেশের আগমন আঁচ করতে পেরে সন্ত্রাসী অন্ধকারে পালিয়ে যাওয়ায় কোন অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
একই সময়ে গ্রেফতারী পরোয়ানামুলে পুলিশের পৃথক দল উপজেলপর সোনাপুর গ্রাম থেকে কাঞ্চন মিয়ার ছেলে মাইন উদ্দিন(২৯) এবং দক্ষিণ চর মজলিশপুর গ্রামের মৃত আঃ খালেক এর ছেলে খুরশেদ আলম(৪৮), পালগিরি গ্রামের শাহ আলম ভঁইয়ার ছেলে জামশেদ আলম ফিরোজ(৪২) এবং বাখরিয়া গ্রামের আঃ রব এর ছেলে নাসির উদ্দিনকে গ্রেফতার করে।
