
বিশেষ প্রতিনিধি,০৭ এপ্রিল ১৭।। ১০:৩৫:৩২ অপরাহ্ন
ঝড়ের কারন দেখিয়ে তিন দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখেছে সোনাগাজী পল্লী বিদ্যুতের জোনাল অফিস।বিদ্যুত না পেয়ে তুসের আগুনে জ্বলছে সোনাগাজীর সিংহভাগ অধিবাসী।জনগনের দাবী সোনাগাজী পল্লী বিদ্যুত অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অব্যাবস্থাপনা,অদক্ষতা ও দুর্নীতির কারনে তিন দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপজেলার অধিকাংশ এলাকা।
শুক্রবার রাতে মতিগঞ্জ বাজারে ক্ষুদ্ধ জনগনের রোষানলে পড়লেন সোনাগাজী পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মকর্তা।খবর পেয়ে মড়েল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষদ্ধ জনগনকে শান্ত করে তাদের উদ্ধার করে।জনগনের দাবীর প্রেক্ষিতে তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ দিলে পরিস্থিতি শান্ত হয়।
জানা যায়,পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মকর্তা শুক্রবার রাত সাড়ে নয়টার সময় ফেনী থেকে সোনাগাজী যাচ্ছিলো।পথিমধ্যে তারা মতিগঞ্জ বাজার পার হওয়ার সময় উপস্থিত জনতা তাদের গাড়ী থেকে নামিয়ে ঘেরাও করে রাখে।
উপস্থিত এলাকাবাসী জানান টাকার জন্য তারা ইচ্ছাকৃত সংযোগ বন্ধ রেখেছে।তাদের বার বার জানানোর পরও বিদ্যুৎ সংযোগ প্রদানে ব্যাবস্থা নেয়নি।
