
নিজস্ব প্রতিনিধি, ০৭ এপ্রিল ১৭।।১২:৩৫:৩৯ অপরাহ্ন
সোনাগাজীর বগাদানা ইউপির নদনা গ্রামে ভুমি বিরোধে স্বাক্ষী দেওয়ার জেরে ক্ষিপ্ত হয়ে পাখি আক্তার নামে গৃহবধুকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ।ঘটনাটি বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মৃধা বাড়ীতে ঘটে।আহত গৃহবধু মৃধা বাড়ীর আবুল হাসেমের স্ত্রী।
জানা যায়,দির্ঘদিন যাবৎ স্থানীয় আ’লীগ নেতা মিজানের সহিত একই এলাকার মেজবাউল আলমের সাথে একখন্ড ভুমি নিয়ে বিরোধ চলছে।
গত কিছুদিন পূর্বে মেজবাউল আলম ফেনীর আদালতে ভুমির মালিকানা দাবী করে মামলা দায়ের করে।আদালতের আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে সোনাগাজী ভুমি অফিসের কর্মকর্তারা বিরোধীয় ভুমি কার দখলে রয়েছে সরজমিনে যাচাই করে।এসময় ভুমিটি দির্ঘদিন মিজানের দখলে রয়েছে বলে তদন্তকারী দলকে অবহিত করে আবুল হাসেম ও কামাল উদ্দিনসহ এলাকাবাসী।
আবুল হাসেম জানান স্বাক্ষী দেওয়ার কারনে ক্ষিপ্ত হয়ে রাতে বাবু,ডা:রিপন,রোকনুজ্জামান,সুমন,সৈকত সহ ১০/১৫ জন সন্ত্রাসী তার বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়।এসময় সন্ত্রাসীরা তাকে না পেয়ে তার স্ত্রী পাখি আক্তার কে পিটিয়ে গুরতর জখম করে।
আ’লীগ নেতা মিজান বলেন, সন্ত্রাসীদের কয়েকজন শিবির ক্যাডার এবং তারা স্থানীয় চেয়ারম্যানের ছত্রচায়ায় রয়েছে।
তবে চেয়ারম্যান ইসহাক খোকন হামলাকারীদের সাথে তার প্রকার সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন।
ঘটনার পর সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার হারুন ঘটনাস্থল পরিদর্শন করে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে বাবু নামে একজন কে আটক করে।
