সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের অাদর্শগ্রামে কেন্দ্রিয় ছাত্রদল নেতা খালেদ মাহমুদ মাসুদের বিরুদ্ধে ভুমিহীন দেলোয়ার হোসেন এর বন্দোবস্তীয় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে । এ ঘটনায় ছাত্রদল নেতা মাসুদ, তার চাচা হোসেন অাহম্মদ ও সৈয়দ অাহম্মদ সহ ৪ জনের বিরুদ্ধে সোনাগাজী সহকারী ভুমি কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দেলোয়ার হোসেন।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মাসুদের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দেলোয়ার হোসেন এর মালিকি দখলীয় জমি দখলের চেষ্টা চালায়। বাধা দিতে গেলে দেলোয়ার হোসেন কে হত্যার হুমকি দিলে সে প্রানভয়ে পালিয়ে যায়।
দেলোয়ার হোসেন জানান, ১৯৭২-৭৩ সালে ১৩৩ নং বন্দোবস্তীয় নথিমুলে ২৫০শতক ভুমির মালিক হয়ে খতিয়ান ও হোল্ডিং সৃজন করে সরকারী খাজনাপাতী পরিশোধ ক্রমে অদ্যাবধি ভোগ দখলে অাছেন। যা ৫২৬ খতিয়ানের ১৪২৪/৪১ দাগে ৫০শতক, ১৪২৪/২৪ দাগে ৩০ শতক ও ১১৪৩ খতিয়ানের ৮৬৪/৪৭ দাগে ১৭০ শতক।
অাদর্শগ্রাম কৃষি সমবায় সমিতি লিঃ’র সভাপতি নুরুল হুদা জানান, হোসেন অাহম্মদ ও সৈয়দ অাহম্মদ এর নামে অাদর্শগ্রামে দুটি নথি ছিল, তারা বেঅাইনি ভাবে সেই জমি গুলো অনেক অাগেই ছাপবিক্রি করে অাদর্শগ্রাম ত্যাগ করে। তারা জবরদখলবাজ, সন্ত্রাসী ও ভুমিদস্যু ক্রমান্বয়ে অাদর্শগ্রামের নাল জমি, সরকারী দিঘী ও ভুমিহীন দের সহায় সম্বল দখলের পায়তারা করছে। অামরা অসহায় ভুমিহীন কৃষকদের সহায় সম্বল রক্ষার্থে প্রশাসনের সর্বস্তরের সহযোগীতা কামনা করছি।
