
বিশেষ প্রতিনিধি, ০১ এপ্রিল ১৭।। ১০:৪০:৩১ অপরাহ্ন
হাসান মাহমুদ কে আহবায়ক করে ১৩ বছর পর সোনাগাজী উপজেলা ছাত্রদলের ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেছে ফেনী জেলা ছাত্রদল।
সোনাগাজী কলেজ ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদকে অাহবায়ক ও অাবু বক্কর সিদ্দিক মাহরুফ কে সদস্য সচিব ঘোষনা করে এ কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রদল। এতে ১ নং যুগ্ন অাহবায়ক হিসেবে রয়েছেন ওমর ফারুক জুয়েল, ২নং যুগ্ন অাহ্বায়ক মোজাম্মেল হোসেন, ৩নং যুগ্ন অাহ্বায়ক রফিকুল ইসলাম, ৪ নং যুগ্ন অাহ্বায়ক সালাউদ্দিন ইমরান, ৫ নং যুগ্ন অাহ্বায়ক সারোয়ার হোসেন, ৬নং যুগ্ন অাহ্বায়ক শহীদুল ইসলাম, ৭ নং যুগ্ন অাহ্বায়ক ফখরুল ইসলাম, ৮ নং যুগ্ন অাহ্বায়ক অানোয়ার হোসেন মিন্টু, ৯ নং যুগ্ন অাহ্বায়ক ফখরুল ইসলাম সুমন ও ১নং সদস্য মাইন উদ্দিন রিমন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জেলা ছাত্রদলের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাত।
