
বিশেষ প্রতিনিধি, ১৩ মে ১৭।। ০৩:৩৮:২১ অপরাহ্ন
ফেনীর সাবেক জেলা প্রশাসক আমিনুল আহসান কামাল গত বুধবার সকালে তার নতুন কর্মস্থল খুলনার উদ্দেশ্য ফেনী ছেড়েছেন।ফেনী ছাড়ার সময় তিনি বিপুল পরিমান উপহার সামগ্রী নিয়ে যান।বদলীর আদেশ পাওয়ার পর তাকে ফেনীর প্রশাসন,রাজনৈতিক দল,বিভিন্ন সামাজিক সংস্থা, জনপ্রতিনিধি ও ব্যাক্তিগত পর্যায়ে সংবর্ধিত করে।
জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার বিশ্বস্থ সুত্র জানিয়েছে,সংবর্ধনার সময় রাজনৈতিক দল,জনপ্রতিনিধি ও ব্যাক্তি পর্যায়ে ডিসি আমিনুল আহসান কে বিপুল পরিমান উপহার সামগ্রী প্রদান করে।উপহার সামগ্রীর মধ্যে রয়েছে স্বর্ণালংকার, ব্যাক্তিগত ও গৃহস্থালী ব্যাবহারের মুল্যবান দামী জিনিসপত্র।
তিনি আরও জানিয়েছেন,উপহার হিসেবে পাওয়া স্বর্ণালংকার ও জিনিসপত্রের আনুমান মুল্য ৫০ লক্ষ টাকার মতো হবে।
দাগনভূঞা উপজেলা ঘড়ি,পৌরসভা ক্রোকারিজ সামগ্রী,ফুলগাজী উপজেলা স্বর্ণের চেইন,পরশুরাম উপজেলা স্যুট,পৌরসভা সদর চেইন ও ওভেন,ফেনী পৌরসভা, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান চেইন ঘড়ি , সোনাগাজী পৌরসভা মেয়র চেইন ও রিং , ছাগলনাইয়া উপজেলা চেইন,ছাগলনাইয়া পৌরসভা পানির পিল্টার ও আয়রন,জেলা পরিষদ ড্রিপ ফ্রিজ,পাঞ্জাবী,পায়জামা,ওয়াশিং মেশিন এমপিটিভি,শাড়ি,
