Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

এফবিসিসিআই নির্বাচনে গণতান্ত্রিক পরিষদের জয়।।জিতলেন শহিদ সন্তান শমি কায়সার

 

নিজস্ব প্রতিনিধি, ১৫ মে ১৭।। ০১:২৯:১২ পূর্বাহ্ন

এফবিসিসিআই নির্বাচনে চেম্বার গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর অ্যাসোসিয়েশন গ্রুপে ভোটেও জয় পেয়েছে সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ।

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির নতুন নেতৃত্ব বেছে নিতে রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুধু অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটগ্রহণ চলে।

নির্ধারিত ১৮টি পদের জন্য ভোট দেন ১ হাজার ৬৬৮ জন। মোট ভোটার ছিলেন এক হাজার ৮৯৮ জন।

রাতে ফল প্রকাশের পর দেখা যায়, গণতান্ত্রিক পরিষদের ১৬ জন বিজয়ী হয়েছেন। ব্যবসায়ী ঐক্য ফোরাম থেকে জয়ী হয়েছেন দুজন।

গণতান্ত্রিক পরিষদ থেকে বিজয়ীরা হলেন খন্দকার মঈনুর রহমান জুয়েল, এসএম জাহাঙ্গীর হোসাইন, সাফকাত হায়দার, আবুল আয়েস খান, মুনতাকিম আশরাফ, নিজামুদ্দিন আহমেদ, আমজাদ হোসাইন, শফিকুল ইসলাম ভরসা, আবু মোতালেব, হাবিবুল্লাহ ডন, খন্দকার রুহুল আমিন, নিজামুদ্দিন রাজেশ, হাফেজ হারুন, শমী কায়সার, আবু নাছের ও রাশেদুল হোসাইন চৌধুরী রনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *