
কুমিল্লা প্রতিনিধি, ০৬ মে ১৭।। ০৬:১৫:৩২ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দিতে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত এই ছাত্রলীগ নেতার নাম আমির হোসেন রাজন। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। শনিবার বেলা পৌণে ১১টায় তাকে দাউদকান্দির পশ্চিম মাইজপাড়া মসজিদের সামনে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে সে মারা যায়।
ঘটনার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শ করেছেন। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, আমির হোসেন রাজনকে দুই হাত ও দুই পায়ে কুপিয়ে বিচ্ছিন্ন করার চেষ্টা করে দুর্বৃত্তরা।
