ফেনী প্রতিনিধি : ৮মে সোমবার ২২:৫০: “খাদ্য অধিকার বাংলাদেশ ” ফেনী জেলা কমিটির বর্ধীত সভা সোমবার বিকালে পৌরসভাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুৃষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খাদ্য অধিকার বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার দর্পন সম্পাদক মাহবুব মোরশেদ।
সভা শেষে উপস্থিত সদস্যদের ভোটে অ্যাড. জাহাঙ্গীর অালম নান্টু সভাপতি, মর্জিনা অাক্তার ও কাজী সালাউদ্দিন নোমান সহ- সভাপতি, লিয়াকত অালী অারমান সাধারন সম্পাদক, মঞ্জু রানী দেবী ও জয়নাল অাবদীন রাসেল যুগ্ন সাধারন সম্পাদক, সৈয়দ মনির অাহমদ, এম এন কে বাহাদুর, মায়মুনা বেগম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এসময় সর্বসম্মতি ক্রমে গঠনতন্ত্র অনুযায়ী ২বছর মেয়াদে ১৭ সদস্যদের পুর্নাঙ্গ জেলা কমিটি গঠনের সিদ্বান্ত হয়।
