
নিজস্ব প্রতিনিধি, ১৪ মে ১৭।। ১১:৩৯:৪৫ অপরাহ্ন
ফেনী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যৌথভাবে আয়োজনে মিজান ময়দানে রবিবার বিকালে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল এমপি।

মাদক বিরোধী সমাবেশে সোনাগাজী ছাত্রলীগের নেতাকর্মীর অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো।উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব রবিনের নেতৃত্বে বিপুল নেতাকর্মী এ সমাবেশে যোগ দেয়। প্রত্যেক কর্মীর হাতে প্লেকার্ড, পেষ্টুন ও তাদের প্রত্যেকের গায়ে সাদা রঙ্গের গেঞ্চি ছিলো।নিজাম হাজারীর ছবি সম্বলিত গেঞ্জি পরায় সমাবেশস্থলে তারা দৃষ্টি অর্জন করতে সক্ষম হয়।
