
নিজস্ব প্রতিনিধি, ১৩ মে ১৭।।১১:৫৬:৩২ অপরাহ্ন
ফেনীতে মোটরসাইকেলে পাচারকালে ৩৫ হাজার পিস ইয়াবাসহ রোকন সরকার(৩৫) ও আসাদুল ইসলাম আসাদ(২৩) নামে দুই ব্যাক্তিকে আটক দাবী করেছে ফেনীস্থ র্যাব-৭। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান গোপন ভিত্তিতে খবর পেয়ে ওই স্থানে সন্দেহজনক মোটরসাইকেল তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।এসময় রাজশাহী জেলার চারঘাট থানার টাংগন গ্রামের হাবিবুর রহমানের ছেলে রোকন সরদার(২৫) ও রাজশাহী জেলার পুটিয়া থানার বানেশ্বর গ্রামের রাব্বুল আলীর ছেলে আসাদুল ইসলাম আসাদ (২৪)কে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে তারা জানান উদ্ধারকৃত ইয়াবাগুলো চট্রগ্রাম থেকে ক্রয় করে রাজশাহীতে বিক্রি করার উদ্দেশ্যে মোটরসাইকেলে বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল।
