Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

শেখ হাসিনার পরীক্ষায় আওয়ামীলীগের এমপিদের ফেল!

 

আবুল হোসেন রিপন, ০৯ মে ১৭।। ০১:৪১:১২ পূর্বাহ্ন

রবিবার বিকালে সরকার দলের সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারের উন্নয়নের তথ্য নিয়ে উপস্থিত এমপিদের কয়েকটি প্রশ্ন করেন।গনমাধ্যমের খবর অনুযায়ী কোন এমপি প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর দিতে পারেনি।

মাননীয় প্রধানমন্ত্রী কি জানেনা তার এমপিরাতো ফেসবুকে সেলপি তোলা নিয়ে ব্যাস্ত থাকে।তারা উন্নয়নের তথ্য জানবে কি করে তারাতো উন্নয়ন কাজের কমিশন বানিজ্য করতে সদাসর্বদা ব্যাস্ত।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার দলের মধ্যে খুব জরুরী ভিত্তিতে গোয়েন্দা ইউনিট গড়ে তুলুন।তখন জানতে পারবেন আপনার দলের প্রকৃত অবস্থা।তৃনমুলে আপনার দল কতটা জনগন থেকে বিচ্চিন্ন রয়েছে এমপি ও তাদের সিন্ডিকেটের অপকর্মের কারনে সেটা আপনার কল্পনা শক্তির অনেক বাহিরে রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের গোয়েন্দা ইউনিটগুলো কি আপনাকে আপনার দলের প্রকৃত অবস্থা জানাতে পারছে? গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য সংগ্রহের যে পদ্ধতি অনুসরন করে তাতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি আপনার দলের তৃনমুলের প্রকৃত চিত্র পাচ্ছেন না।

যে সব এমপিরা স্ব স্ব মন্ত্রনালয়ের উন্নয়নের তথ্যই জানেনা তারা কতটা দল ও জনগন থেকে বিচ্চিন্ন তাহা সহজে অনুমেয়।

মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়া পুরোপুরি অনলাইনে চালু করুন দেখবেন তৃনমুলে আপনার দলের কোন্দল ৯০% কমে যাবে।কারন উন্নয়ন প্রক্রিয়ার কমিশন বাজিন্যের নিয়ন্ত্রনের প্রতিযোগীতার কারনে তৃনমুলে কোন্দল বিদ্যমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *