
নিজস্ব প্রতিনিধি, ০৮ মে ১৭।। ১১:১০:৩৪ অপরাহ্ন
ফেনী জেলার সোনাগাজী উপজেলার ৬নং চর চান্দিয়া ইউনিয়নের ৩নং ওর্য়াডের রসূলপূর হতে ইতালী মার্কেট সড়কের মৃত সুরুত আলী মেম্বার বাড়ি সংলগ্ন সকুনিয়া খালের উপর নির্মিত ব্রীজটি যে কোন মুহূর্তে ভেঙ্গে যেতে পারে।
সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য শাহজাহান সহ সরজমিনে গিয়ে দেখা যায়- ২০০৮ -০৯ অর্থ বছরে ১২ লক্ষ ৭৪ হাজার ৩শত টাকা ব্যয়ে ত্রাণ মন্ত্রনালয় ব্রীজটি নির্মাণ করে। তখন ও ঠিকাদারের বিরুদ্বে নির্মান কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল।
এলাকাবাসী জানান- ফাইলিং না করে যাচ্ছেতাই ভাবে ব্রীজটি নির্মাণ ও গত তিন মাস আগে উক্ত খাল খননের কারনে ব্রীজ টি তলিয়ে যাচ্ছে।
এলাকাবাসী আরো জানান- খালের দৈর্ঘ্য ৪০ ফুট কিন্তু ব্রীজটি নির্মাণ করা হয় মাত্র ১৮ ফুট। খালের মধ্যে ফাইলিং না করে ব্রীজটি নির্মাণ ও ঐ স্থানে গভীর করে খাল খননের কারণে ব্রীজটি ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছে। অল্প কিছু দিনের মধ্যে ব্রিজটি তলিয়ে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী। ব্রীজটি তলিয়ে গেলে বৃহত্তর অঞ্চলের জনগনের চলাচলের সমস্যার সৃষ্টি হবে। এ ব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
