নান্টু লাল দাস > শনিবার, ১৮:২০ :
ফেনীর সোনাগাজীতে কথিত জ্বীন হুদা প্রকাশ শামসুল হুদা ওরপে হুদা মামার বিরুদ্ধে নির্যাতিত অসহায় পরিবারের সাংবাদিক সম্মেলন।
শনিবার বিকালে সোনাগাজী প্রেসক্লাবে জনাকীর্ন সাংবাদিক সম্মেলনে নির্যাতিত সিএনজি চালক জসিম উদ্দিন বলেন, অামার সম্পদ অাত্মসাত করতে বার বার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে অামাকে হত্যার চেষ্টা করেছে। পুলিশের সহযোগীতায় বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
জসিমের স্ত্রী নাজমুন নাহার বলেন, অামার স্বামীকে কারাগারে বন্ধী করে ৩ বার অামাকে ধর্ষনের চেষ্টা করেছে। অামার স্বর্নালংকার অাত্মসাত করে অামাকে ও স্বামী, সন্তানদের বহুবার হত্যার চেষ্টা করেছে।
জ্বীন হুদার অব্যহত নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ওই অসহায় পরিবার।
