
মোসারফ হোসেন, হাফার আল-বাতেন সংবাদদাতা।। ১৪ মে ২০১৭
সৌদি আরবের হাফার আল বাতেন প্রদেশে সড়ক দুর্ঘটনায় ফেনীর এক পরিবারের চার জনসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই ওমরাহ পালনে সৌদি গিয়েছিলেন।
শনিবার (১৩ মে) ভোরে প্রদেশের উম্মে জমজম এলাকায় এ দুর্ঘটনা ঘটলেও সন্ধ্যায় এ খবর জানা গেছে।

নিহত চারজন হলেন ফেনী পৌরসভার বারাহিপুরের মিয়াজন সওদাগর বাড়ীর আবদুল আজিজ, তার ছেলে আরাফাত, মেয়ে এবং তাদের গাড়ি চালক মাসুদ। মাসুদের বাড়ি দিনাজপুরে।

জানা যায়, আজিজ হাফার আল-বাতেনে ব্যাবসা করেন। ছুটিতে দেশে এসে এক সপ্তাহ আগে স্ত্রী, ছেলে, মেয়ে ও শাশুড়ীকে নিয়ে পুনরায় সৌদিতে ফিরে পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ করতে যান।

দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ী
পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ পালন শেষে শনিবার ভোরে হাফার আল বাতেন যাওয়ার পথে উম্মে জমজম এলাকায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল আজিজসহ চার জন।
গুরুতর আহত দু’জনকে এখন নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশংকা জনক অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।রাতে আহত আরো একজন হাসপাতালে মারা যাওয়ার পর নিহতের সংখ্যা পাঁচ জনে দাড়িয়েছে।
