Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

স্টার লাইন সুইটস এ ভ্রাম্যমান অাদালতের জরিমানা

ফেনী প্রতিনিধি :ফেনীর পাঁছগাছিয়া সড়কে স্টার লাইন কমপ্লেক্সে “স্টার সুইটস” এর দোকানে  পঁচা মিষ্টি রাখার অভিযোগে ২০হাজার টাকা জরিমানা করেছে   ভ্রাম্যমান অাদালত।

মঙ্গলবার বিকালে পাঁছগাছিয়া সড়কে বিশেষ অভিযান পরিচালনাকালে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

এ সময় অারো দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *