
নিজস্ব প্রতিনিধি, ২১ জুন ১৭।। ০৯:১৪:৫৬ অপরাহ্ন
ফুলগাজীতে ছিনতাইকালে ছালেহা(৩৫) নামে গৃহবধু কে কুপিয়ে জখম করেছে ভূট্টো, বাবু ও রনি সহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী।
জানা যায়, গত (১৯জুন) সোমবার রাত আনুমানিক ৯.৩০মিঃ আমজাদ হাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামের কিল্লাদিঘি নামক স্থানের তাজুল ইসলামের কন্ট্রাকটরের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
ছালেহা জানায়, আমার ভাইয়ের স্ত্রীকে সিজারিয়ানের পর ছাগলনাইয়া মানারত হাসপাতাল থেকে বাড়ীতে আসার পথে কিল্লাদিঘি নামক স্থানের তাজুল ইসলামের কন্ট্রাকটরের বাড়ীর সামনে পৌছলে ওৎপেতে থাকা কিছু সন্ত্রাসী আমার সিএনজিকে গতিরোধ করে। সন্ত্রাসীরা গাড়ীতে উঠতে চাইলে আমি বাধা দেয়ার পরও জোর করে গাড়ীতে উঠে আমার সাথে অশালীন আচরন শুরু করে। আমার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। সন্ত্রাসীরা আমার গলার চেইন, মোবাইল, ভ্যানিটি ব্যাগের টাকা চিনিয়ে নিয়ে যায়। বিষয়টি দেখে সিএনজি ড্রাইভার হাসান তাড়াতড়ি গাড়িটিকে সামনের দিকে দ্রুত গতিতে বসন্তপুর স্কুলের পাশে শাহ আলমের দোকানের সামনে পৌছলে আত্মরক্ষার জন্য চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসে এর পরপরই ভূট্টো বাবু ও রনির সহযোগিরা আমাকে ও স্থানীয় লোকজনকে উপযুপরি কোপ ও লাঠিপেটা করতে থাকে। স্থানীয়রা আমাকে উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাণে রক্ষা পাই।
কর্তব্যরত ডাক্তার জানান, ছালেহার শরীরে বিভিন্ন জায়গায় কোপের দাগ রয়েছে। প্রতিটি কোপের দাগে ৫/৬টি সেলাই করতে হয়েছে তবে রোগী আশংকা মুক্ত। সেলাই কাটতে আরো ৫/৬দিন সময় লাগতে পারে।
এলাকাবাসী জানায়, বিষয়টি স্থানীর চেয়ারম্যান ও মেম্বারগন গ্রাম্য শালিশীর মাধ্যমে সুরহা করবেন বলে থানায় মামলা না করতে প্রভাব বিস্তার করায় মামলা করতে পারে নাই।
স্থানীয় মেম্বার হারুর সাথে কথা বলে জানা যায় যে, ঘটনা সত্য আমরা শালিশির মাধ্যমে বিষয়টি মিমাংশা করতে পরামর্শ দিয়েছি।
স্থানীয় চেয়ারম্যান মীর হোসেন মীরু বলেন, ছালেহা মিথ্যার আশ্রয় নিয়েছে। আমার জানা মতে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
ছালেহার স্বামী জানায় আমি একজন কৃষক, আমার পরিবারের উপর এমন বর্বরাত হবে কখনও ভাবতে পারিনি। দোষীরা আমার স্ত্রীর সর্বস্ব কেড়ে নিয়েছে। তাকে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। প্রভাবশালীরা আমাকে থানায় মামলা না করে শালিশির মাধ্যমে মিমাংশা করতে বল প্রয়োগ করছে। আমি গরীবের পক্ষে তার চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি।
ফুলগাজি থানার অফিসার ইনচার্জ এম মোর্শেদ জানান, কেউ এখনও কোন অভিযোগ করে নাই, তবে অভিযোগের ভিত্তিতে তার ব্যাবস্থা নেওয়া হবে।
