ফেনী সদর প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির উদ্যোগে রোববার বিকালে ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
বিএসএমএফ ফেনী জেলা কমিটির সভাপতি জসিম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার। বিএমএসএফ জেলা কমিটির সহ সভাপতি সিরাজ উদ্দিন ও প্রচার সম্পাদক নুরুজ্জামান সুমনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, জিপি অ্যাড. প্রিয় রঞ্জন দত্ত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর হান্নান, সদর মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন, ডিবির ওসি অাহমেদ নাসির উদ্দিন, ওসি(তদন্ত) শহীদুল ইসলাম, ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ফেনী চেম্বার এর সভাপতি ও সদর উপজেলা অা’লীগের সভাপতি অাইনুল কবির শামিম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজান, অ্যাড. শাহজাহান সাজু, জেলা শ্রমীকলীগ সভাপতি সামসুজ্জোহা।
বিএমএসএফ ফেনী জেলা কমিটির সহ সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জাহাঙ্গীর কবির লিটন, সাধারন সম্পাদক সিদ্দিক অাল মামুন, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদ, সকল উপজেলা কমিটির সভাপতি- সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের ইমাম মাও. সাইফুল্লাহ।
