
নিজস্ব প্রতিনিধি, ২০ জুন ১৭।। ০২:০২:৩৪ অপরাহ্ন
২০১৬-২০১৭ অর্থবছরে এডিপির অর্থায়নে সোনাগাজী উপজেলাস্থ ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে বিনামুল্যে স্বাস্থসম্মত সেনোরা নেপকিন ও কীটবক্স বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান। এসময় অারো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, চর দরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাল মমিন প্রমুখ।
জানা যায়, বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়, ওসমানিয়া উচ্চ বিদ্যালয়, বক্তারমুন্সি উচ্চ বিদ্যালয়, অার এম হাট উচ্চ বিদ্যালয়, দাসেরহাট উচ্চ বিদ্যালয়, ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়, সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাপুর এমএস উচ্চ বিদ্যালয় ও ভোরবাজার উচ্চ বিদ্যালয়ে ( ৯টি বিদ্যালয়ে মোট ৫০০ছাত্রীর মাঝে) ওই নেপকিন বিতরন করা হয়।
অপরদিকে একই প্রকল্পের আওতায় উপজেলার ২০ জন দুস্থ্য মহিলার মাঝে সেলাই মেশিন বিতরনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
