
আবুল হোসেন রিপন, ২০ জুন ১৭।। ১০:৪০:৩২ অপরাহ্ন
সোনাগাজীর সামাজিক সুবিধা বঞ্চিত ৩০০ হতদরিদ্রের মাঝে ঈদের উপহার হিসেবে নতুন জামা ও শাড়ী বিতরন করেছেন আ’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিফটন।মঙ্গলবার বিকালে তিনি উপজেলার চরছান্দিয়া ইউপির মদিনা বাজার,ভুঞা বাজার,নবী উল্যাহ বাজারে উপস্থিত হয়ে হতদরিদ্রের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরন করেন।
