
আবুল হোসেন রিপন, ২১ জুন ১৭।। ০৯:৪২:১২ অপরাহ্ন
সোনাগাজীর সদর ইউপির উপকুলীয় চরখন্দকার গ্রামের ভুট্টু মিয়ার পুকুরে মঙ্গলবার রাতে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে।
উপকুলীয় ওই এলাকার বর্ষিয়ান মানুষেরা জানিয়েছেন ৫০ বছরের মধ্যে তারা ছোট ফেনী নদি সহ কোথাও এ রকম মাছ দেখেনি।
স্থানীয় বাদশা মিয়া নামের এক যুবক জানান,খোকার বাপের বাড়ীর ভুট্টু মিয়ার পুকুরে জাল ফেল্লে অন্য মাছের সাথে বিরল মাছটি ধরা পড়ে।ভুট্টু মিয়া মাছটিকে বালতির পানিতে রেখে দিলে বুধবার রাত পর্যন্ত মাছটি জীবিত রয়েছে।
স্থানীয় উৎসক জনতা মাছটি দেখার জন্য ওই বাড়ীতে ভীড় করে।
পুকুরটি সাম্প্রতিক ঘুর্নীঝড়ের সময় জোয়ারের পানিতে তলিয়ে যায়।ধারনা করা হচ্চে বিরল মাছটি জোয়ারের সময় পুকুরটিতে প্রবেশ করে।
