
নিজস্ব প্রতিনিধি,২০ জুলাই ১৭।।১১:২৬:৩২ অপরাহ্ন
ইসলামী যুব আন্দোলন সোনাগাজী শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার নাছির কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার বিকালে আহবায়ক মাওলানা আব্দুর রহমান তামীমের সভাপতিত্ব ও সদস্য দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান গিলমান।প্রধান বক্তা ফেনী জেলা সভাপতি মুফতি আব্দুল কাইয়ুম সোহাইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফেনী জেলা সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া, জেলা উপদেষ্টা মুফতি আহসান উল্যাহ, জাতীয় আইম্মা পরিষদ জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া।ইসলামী যুব আন্দোলন জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হেলাল।
এতে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি আব্দুর রহমান ফরহাদ, ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা সাবেক সভাপতি মাওলানা আহমদুল হাসান মাসুদ ভারপ্রাপ্ত সভাপতি ক্বারী ইসমাঈল, সাধারন সম্পাদক মাওলানা সানা উল্যাহ, জয়েন্ট সেক্রেটারি নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
উক্ত সম্মেলনে আগামী ২০১৭-১৮ সনের জন্য মাওলানা আব্দুর রহমান তামীম সভাপতি ইব্রাহীম মোহাম্মদ শাকিল সহ-সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারন সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
