Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

গফুর নামে বাসের টিকিট কাটেন ফরহাদ মজহার

সোনাগাজীর আলো ডেস্ক, ০৪ জুলাই ১৭।।০২:৪২:২৩ পূর্বাহ্ন

খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসে ওঠার জন্য গফুর নামে টিকিট কাটেন দিনভর ‘নিখোঁজ’ থাকা কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার।

তাকে যশোরের অভয়নগরের একটি সড়কে হানিফ পরিবহনের ওই বাস থেকে উদ্ধারের পর টিকিট নিয়ে দেখা যায়, সেখানে যাত্রীর নামের জায়গায় ‘মি. গফুর’ লেখা।

সোমবার (৩ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রো ব-১৪-৯৮০১ সিরিয়ালের বাসটির আই-৩ সিট থেকে উদ্ধার হন ফরহাদ মজহার।

সকালে ফরহাদ মজহারকে ঢাকার আদাবরের নিজ বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ অনুযায়ী আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়। জিডি নং-১০১।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনের অবস্থান শনাক্ত করে ফরহাদ মজহারকে উদ্ধারে খুলনা মহানগরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তল্লাশি চালায় র্যাব-৬। সেখানে তাদের অভিযান চলাকালে নিউমার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে সাড়ে ৮টার দিকে ফরহাদ মজহারকে দেখতে পাওয়ার খবর মেলে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাকে আর পায়নি।

১১টার দিকে খুলনায় উদ্ধার-অভিযান স্থগিত ঘোষণার আধঘণ্টা পর অভয়নগরে ফরহাদ মজহারকে পাওয়া যায়।সুত্র-বাংলা নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *