
নিজস্ব প্রতিনিধি,১৯ জুলাই ১৭।।০৪:৩৭:৩২ অপরাহ্ন
চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সঙ্গে কথিত গুলিবিনিময়ে একজন নিহত হয়েছে বলে এই বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত ব্যক্তি ফেনীর সোনাগাজীর জলদস্যু কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার রাতে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় গুলিবিনিময় হয়।
র্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, র্যাবের টহল দলের সঙ্গে সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী দলের গুলিবিনিময় হয়। এ সময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি একে ২২ অটোমেটিক রাইফেল, একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, ১৫ রাউন্ড গুলি (৭ রাউন্ড খালি কার্তুজসহ) উদ্ধার করা হয়েছে।
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায় নিহত কালামের বুকে ৫টি গুলির চিহ্ন ও শরীরে অসংখ্য আঘাতের জখম রয়েছে।

তবে র্যাবের দাবী প্রত্যাক্ষান করে নিহত কালামের স্ত্রী পোশাক শ্রমিক পারভিন জানান,কালাম কে সোমবার রাতে বাসা থেকে অজ্ঞাত ব্যাক্তিরা তুলে নিয়ে যায়।মঙ্গলবার সকালে তিনি স্বামীর মৃত্যুর খবর পান বলে জানান।তিনি আরও জানান,কালামের বিরুদ্ধে কয়েটটি মামলা থাকায় সে দীর্ঘদিন চট্রগ্রামে আমার সাথে বসবাস করছে।
এক সন্তানের জনক কালামের মৃতদেহ চট্রগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
