
সোনাগাজীর আলো ডেস্ক, ২২ জুলাই ১৭।। ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন
ভারত-চীন সীমান্তে উত্তেজনা চলছে। আর এ অবস্থায় ভারত ও চীনের মাঝে যুদ্ধের সংবাদ ছড়িয়ে উত্তেজনার আগুন আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম। এ জন্য নকল ভিডিও প্রকাশ করে তারা।
পাক সংবাদমাধ্যমগুলো দাবি করে, চীনা সেনার হাতে সিকিম সীমান্তে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন ভারতীয় সেনা। খবরটি প্রথম সম্প্রচার করা হয় পাকিস্তানের ‘দুনিয়া নিউজ টিভি’ নামে একটি চ্যানেলে। এরপর পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম ডন টিভিও এমনই একটি প্রতিবেদন সম্প্রচার করে। সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই খবর।
এই ঘটনার পর পরই চীনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে পাকিস্তানের আপামর জনতা। তারপরই নড়েচড়ে বসে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, ওই প্রতিবেদনগুলো নকল ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনো দায়িত্বশীল সংবাদমাধ্যমের এমন ভুয়া খবর প্রচার উচিত নয়।
এরপর চাপে পড়ে ক্রমে প্রকাশ হয়ে পড়ে সংবাদগুলো একেবারেই ভিত্তিহীন। ফলে ভুয়া খবর প্রকাশের জন্য দুঃখপ্রকাশ করতে বাধ্য হয় ওই সংবাদমাধ্যমগুলি।
কিন্তু কী কারণে ছড়াল এই খবর। এই প্রসঙ্গে ভারতীয় গোয়েন্দাদের দাবি, নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই খবর রটিয়েছিল পাকিস্তানি সেনা। তাদেরই মিথ্যা দাবির শিকার পাকিস্তানি সংবাদমাধ্যম। সরকার বা সেনার মদদ না থাকলে কোনো সংবাদমাধ্যম এ রকম ভিত্তিহীন দাবি করতে পারে না।
