
ছাগলনাইয়া প্রতিনিধি:
ছাগলনাইয়ায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ময়না খাতুনের পরিবার।
শনিবার(১ জুলাই)দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান ছাগলনাইয়া পৌরসভার বাশঁপাড়া গ্রামের মৃত করিম উল্ল্যাহর স্ত্রী ময়না খাতুন।
তিনি জানান,গত ২৯ জুন বৃহস্পতিবার বিকেলে সিএনজি অটোরিক্সা করে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে শুভপুর থেকে জমদ্দার বাজারের জনতা ব্যাংকের সামনে আসলে অপর দিকে থেকে আসা মটরসাইকেল তাদের গাড়ীকে (সিএনজি)ধাক্কা দেয়। এ সময় মটর সাইকেলের আরোহী পাঠাননগর ইউনিয়নের আরাফাত হোসেন সাদ্দামের নেতৃত্বে সিএনজি ড্রাইভার ও সিএনজির যাত্রীদের উপর হামলা করে। এ সময় সিএনজি গাড়ীতে তার ছেলে বাহরাইন প্রবাসী ওবায়দুল হক,দু’পুত্রবধু নাসরিন আক্তার,সাফিয়া আক্তার,মেয়ে বিবি জোহরা ও দু’শিশু নাতি ছিলেন। তিনি জানান, তার ছেলে ওবায়দুল হক ওই ঘটনার প্রতিবাদ করলে গাড়ীতে থাকা তার পরিবারের সবার উপর তারা হামলা চালায়। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে আরাফাত হোসেন সাদ্দাম উল্টো তার পরিবারের দু’ছেলে প্রবাসী ওবায়দুল হক ও ফজলুল হকসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করে। পুলিশ এ মামলাকে কেন্দ্র করে দিনরাত নিরীহ নারী পুরুষদের হয়রানী করছে বলে তিনি অভিযোগ করেন। অপরদিকে আমার পরিবারের সদস্যদের উপর হামলার পর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি।
হামলাকারীরা বাঁচার জন্য মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন ,‘আমার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি এ ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে অভিযুক্ত আরাফাত হোসেন সাদ্দাম গণমাধ্যমকে জানান, তিনি ফজলুল হক ও ওবায়দুল হকের ওপর হামলা করেননি। তারাই উল্টো তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেছে।
