
আবুল হোসেন রিপন,২৯ জুলাই ১৭।। ১২:০৬:৩৪ পূর্বাহ্ন
নবগঠিত সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের পরিচিতি সভা শুক্রবার বিকালে পৌরসভার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সাহিত্যিক গিয়াস উদ্দিন লিটনের সভাপতিত্বে ও মাওঃ দেলোয়ার হোসেন মেহেদী অনুষ্ঠান সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সাংবাদিক এনএন জীবন, এনায়েত উল্যাহ মহিলা কলেজের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিতা, শিক্ষক আমির হোসেন আমু, এমএইচ মিলন, নুরুল আমিন পলাশ, নুরুল হুদা সায়েম, শেখ ফরিদ রিপন, নজরুল ইসলাম সোহাগ সহ সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও আমন্ত্রিত মেহমানদের পরিচয় করিয়ে দেন সাহিত্য ফোরামের সভাপতি ডা: গাজী মোহাম্মদ হানিফ ও সম্পাদক মোহাম্মদ শিফন।এসময় প্রত্যেক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় সাহিত্য বিষয়ক আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ ছাড়াও বক্তারা প্রশাসনের নিকট সোনাগাজীতে সাহিত্য চর্চা করার জন্য একটি পাবলিক লাইব্রেরী স্থাপনের দাবী জানান।

