
মো.শরিয়ত উল্যা রিফাত, ২৮ জুলাই ১৭।।১০:৫৬:৪৮ অপরাহ্ন
সোনাগাজীর চরচান্দিয়ায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈদ উদ্দিন বলেন,২০১৭ সালের নভেম্বরের মধ্যেই সোনাগাজী তথা পুরো ফেনী জেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে।

এসময় বিদ্যুত খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সারা দেশে ১২ লাখ গ্রাহকের মাঝে নতুন সংযোগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত এ স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরকে আর বিদ্যুত খুঁজতে হবেনা।বিদ্যুত আপনাদেরকে খুঁজবে।

শক্রবার সন্ধ্যায় সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে ও সোনাগাজী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মহি উদ্দিন মোশায়েদ উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম, সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী পল্লী বিদ্যুত সমিতির নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান খান, ফেনী পল্লী বিদ্যুত সমিতির জি এম মো. মিজানুর রহমান,সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ , চরচান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুর রহিম মানিক,চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন মিয়াজী প্রমুখ।

উল্লেখ্য চরচান্দিয়া ইউনিয়নে ১১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭৯ কিলোমিটার দৈর্ঘ্য নতুন বিদ্যুত সংযোগের মাধ্যমে চরচান্দিয়া ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়।
