
নিজস্ব প্রতিনিধি, ২০ জুলাই ১৭।।০২:৩০:২৬ অপরাহ্ন
ফেনীতে ট্রেনে কাটা পড়ে জার্মান প্রবাসী বিশ্ববিদ্যালয় ছাত্র নুরুল হুদা মজুমদার(২৭) নিহত হয়েছে ।সে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউপির বাসিন্দা বলে জানা গেছে।বৃহস্প্রতিবার দুপুরে ফেনীর গুদাম কোয়াটার সড়ক ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে ।
জানা গেছে সম্প্রতি জার্মান থেকে দেশে ফিরে মোটর সাইকেল ক্রয়ের জন্য নিহত ছাত্র বৃহস্পতিবার সকাল ১১টার সময় মহিপালের সাহেদ মোটর্সে যায়।
সাহেদ মোটর্স বিক্রয় কেন্দ্রের ম্যানেজার জানান,মোটর সাইকেল পচন্দ হলেও বৃষ্টির কারনে না কিনে নিহত ছাত্র বাড়ী ফেরার জন্য টমটম যোগে গুদাম কোয়ার্টার রেল ক্রসিং পার হওয়ার সময় সে ট্রনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়।
তার পকেটে থাকা সাহেদ মোটর্স এর কার্ড পেয়ে রেলওয়ে পুলিশের এসআই আরব আলী ঘটনাটি অবহিত করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
