
নিজস্ব প্রতিনিধি, ২০ জুলাই ১৭।।০৪:৪৭:৩৭ অপরাহ্ন
ফেনীতে ট্রেনে কাটা পড়ে নিহত প্রবাসী বিশ্ববিদ্যালয়র ছাত্র নুরুল হুদার (৩০) পরিচয় মিলেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওইদিন বেটারিচালিত টমটমযোগে ট্রাংক রোড় থেকে সদর হাসপাতাল যাওয়ার পথে রেলক্রসিং অতিক্রকালে চট্টগ্রামমূখি সোনার বাংলা এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার কবলে পড়ে। এ সময় টমটমে থাকা চালকসহ যাত্রীরা নেমে পড়লেও নুরুল হুদা ঘটনাস্থলে নিহত হয়। পরে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কবির আহমেদ মজুমদার নামে তার এক স্বজন জানান, নিহত নুরুল হুদার ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর এলাকার হাজী কবির আহম্মদের ছেলে। তিনি উচ্চতর ডিগ্রি নেয়ার জন্য দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি বিয়ে করতে দেশে আসেন।
ফেনীস্থ রেলওয়ে পুলিশের ইনচার্জ আরব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক ফেনী সদর হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
