Sunday, January 11সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

ফেনী শহর যেন বহমান একটি নদী

নিজস্ব প্রতিনিধি, ০৬ জুলাই ১৭।। ০২:২৩:৫৬ পূর্বাহ্ন

প্রাকৃতিক কারনে যদি জনসাধারন ক্ষতিগ্রস্থ হয়ে থাকে সেটা মেনে নেওয়ার এক ধরনের মনমানষিকতা তৈরী থাকে।কারন সৃষ্টি কর্তার সাথেতো অভিমান করা যায়না।পানিতে ফেনী শহর বহমান নদীর আকার ধারন করা খালি চোখে প্রাকৃতিক কারন মনে হলেও বিষয়টা মোটেই সেরকম না।কারন প্রাকৃতিক কারনে বৃষ্টি হলেও ফেনী শহরে জলাবদ্ধতার অন্যতম কারন পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো প্রভাবশালীদের দখলে চলে যাওয়া।এ শহরটিতে জেলার সকল গুরত্বপুর্ন সরকারী প্রশাসনিক অফিস অবস্থিত হওয়ার পরও ক্ষমতাধর প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের চোখের সামনে প্রভাবশালীরা কিভাবে শহরবাসীকে দুর্ভোগে ফেলাতে সাহস দেখায় তাহা সাধারন মানুষকে ভাবিয়ে তুলেছে।জনগনের নেতা,গনমানুষের নেতা আবাল সমর্থকদের কাছে উপাধি পাওয়া মহা ক্ষমতাধরেরা শহরটিতে দাফিয়ে বেড়ালেও জনদুর্ভোগ লাগবে নুন্যতম কার্যক্রম শহরবাসীর দৃষ্টিগোচর হয়নি।

দুর্ভোগে থাকা শহরবাসীর প্রশ্ন কবে বহমান ফেনী শহরটা স্বাভাবিক শহরে পরিনত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *