Tuesday, January 13সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

‘মানুষ প্রশ্ন করছে, পল্টন-মালিবাগ কোন নদীর তীরে’

সোনাগাজীর আলো ডেস্ক, ২৮ জুলাই ১৭।। ০৪:৪৫:২৩ অপরাহ্ন

টানা বৃষ্টিতে রাজধানী ঢাকায় সৃষ্ট জলজট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ প্রশ্ন করছেন-ইডেন কলেজ, শান্তিনগর, পল্টন, বিজয় নগর, মালিবাগ এই এলাকাগুলো কোন নদীর তীরে অবস্থিত। এ কথাগুলো রসিকতা হলেও প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি মানুষের ধারণা এভাবেই ফুটে উঠেছে।

তিনি বলেন, সারা দেশের রাস্তাঘাটের এখন বেহাল দশা। সড়ক মহাসড়ক-অলিগলি এখন লণ্ডভণ্ড। এক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তাঘাটের হদিস পাওয়া যায় না। যানবাহনগুলো এখন রাস্তার ওপর দিয়ে চলে না, নৌযানের মতো পানিতে ভাসে।

‘বাংলাদেশের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে’ বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এমন বক্তব্য প্রসঙ্গে কথাগুলো বলেন রিজভী।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী বলেন, জনগণ ভোটারবিহীন সরকারের উন্নয়নের গালভরা বুলির বহি:প্রকাশই এখন চারিদিকে দেখতে পাচ্ছে।

উন্নয়ন শুধু আওয়ামী নেতাদের কণ্ঠে, বাস্তবে নেই এমন মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে দেশে কর্মসংস্থান নেই, বেকার সমস্যাও তীব্র আকার ধারণ করেছে। বিনিয়োগ পরিবেশ না থাকায় একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *