Saturday, January 10সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

শহীদ নুরুল অাফছারের খুনিরা অামাকে হত্যার পরিকল্পনা করেছিল – সাবেক এমপি তালেব অালী

সৈয়দ মনির অাহমদ, ২০জুলাই ২০১৭, বৃহষ্পতিবার ১৭:৫০ : ফেনী -৩ অাসনের ( সোনাগাজী) সাবেক সংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা মাস্টার এবিএম তালেব অালীর সাথে বৃহষ্পতিবার ফেনীস্থ বাসায় সৌজন্য সাক্ষাত করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাফছার এর ছোট ভাই ইতালী প্রবাসী গোলাম কিবরিয়া বাবুল। এসময় সাবেক এমপি বলেন, অাফছার খুনের হওয়ার খবর শুনে তৎকালীন জেলা অা’লীগের সভাপতি খাঁজা অাহম্মদ অামাকে হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছিলেন।

যুদ্ধ কালীন এমপি হিসেবে এফএফ কমান্ডার নুরুল অাফছার কে হত্যার খবর শুনের ১৫ ডিসেম্বর সোনাগাজী থানায় যাই। সেখানে অামার উপস্থিতি টের পেয়ে নুরুল অাফছারের খুনিরা অামাকে চতুর্পাশে ঘেরাও করে পেলে। অামার এক দলীয় কর্মী অামাকে বিষয়টি অবহিত করার পর অামি তাদের কমান্ডারকে ডেকে ধমকি দেয়। পরে তারা পালিয়ে যায়। নুরুল অাফছার অত্যন্ত সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন, সবসময় অন্যায়ের প্রতিবাদ করতেন। এফএফ ফোর্সের সদস্যরা অামাকে জানিয়েছে রাজাকারদের রক্ষা করতে কতিপয় মুক্তিযোদ্ধারা পরিকল্পিত ভাবে অাফছার কে খুন করেছে। ওই অাফছার এর ছোট ভাই গোলাম কিবরিয়া, ৪৬ বছর পর নুরুল অাফছার হত্যা মামলা দায়ের ও মামলার বর্তমান অবস্থান সম্পর্কে সাবেক সংসদ সদস্যকে অবহিত করলে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি সুৃষ্ঠু তদন্ত সাপেক্ষে নুরুল অাফছার হত্যাকান্ডের বিচার চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *