
নিজস্ব প্রতিনিধি,১১ জুলাই ১৭।।০২:৫০:২১ অপরাহ্ন
ফেনীতে মধ্যযুগীয় বর্বরতার শিকার ১০ বছরের শিশু আমেনাকে নির্যাতনকারী গৃহকর্তী আফরোজাকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের এক নিকট আত্মীয়র বাড়ী থেকে তাকে আটক করা হয়। এর আগে সোমবার বিকেলে শিশু আমেনার ফুফু টুনি বাদী হয়ে মামলা দায়ের করেন ফেনী মডেল থানায়। এর পরিপ্রেক্ষিতে আফরোজাকে আটক করা হয়।
জানা যায়, টুনি নামের এক মহিলার মাধ্যমে চলতি বছরের শুরুর দিকে ফেনী শহরের নুরিয়া মসজিদ সংলগ্ন আফরোজা ম্যানশনে কাজ নেয় আমেনা বেগম (১০)। কিছুদিন পর সেখান থেকে আমেনাকে ঢাকায় তার ননদের বাসায় পাঠিয়ে দেন আফরোজা। সেখানে অমানুষিক পরিশ্রম ও নির্যাতনের শিকার হন আমেনা। এক পর্যায়ে তাকে চুলার আগুন নিয়ে তার শরীরের পিছনের অংশ ঝলসে দেয়া হয়। অসুস্থ্য আমেনাকে বাসায় রেখে চিকিৎসা করিয়ে ক্ষত কিছুটা সেরে গেলে পুনরায় তাকে ফেনীর আফরোজা ম্যানশনে পাঠিয়ে দেয় ওই গৃহকর্তী। বিষয়টি আঁচ করতে পেরে আফরোজা আক্তার গৃহকর্মী আমেনার শরীর ঢাকা দিয়ে কয়েকদিন বাসায় রাখলেও শনিবার মধ্যরাতে তাকে বাসা থেকে বের করে দেয়। সারারাত ফেনী রেলওয়ে স্টেশনসহ বেশ কয়েকটি স্থানে ঘুরে শহরের তাকিয়া রোড় এলাকায় কাদতে দেখে স্থানীয় মিজানুর রহমান তাকে উদ্ধার করে প্রথমে বাসায় নিয়ে যান। পরে তার অবস্থা দেখে আধুনিক ফেনী সদর হাসাপতালে ভর্তি করায়। ঘটনার পর থেকে গৃহকর্তা সামছু মিয়ার ও তার স্ত্রী আফরোজা আক্তার পলাতক থাকার পর আজ সকালে তাকে ফেণী সদর ইউনিয়নের এক নিকট আত্মীয়র বাড়ি থেকে আফরোজাকে গ্রেফতার করে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী আফরোজাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
