Monday, January 12সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সংস্কারের  ৩ মাসের মধ্যেই খানা-খন্দে ভরা সোনাগাজী-ফেনী সড়ক

নিজস্ব প্রতিনিধি, ২৯ জুলাই ১৭।।০৫:২৫:২৭ অপরাহ্ন

সংস্কারের ৩ মাসের মধ্যেই খানা-খন্দে ভরে উঠেছে সোনাগাজী- ফেনী সড়ক।সড়কটি এলাকার মানুষের কাছে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়ক নামে পরিচিত।১৮ কিলোমিটার দীর্ঘ সড়কটির অধিকাংশ খানা খন্দে ভরা। অধিকাংশ স্থানে ভাঙ্গা বেহাল এই সড়কে  ঝুঁকি নিয়ে চলছে হালকা ভারী যানবাহন ও যাত্রীবাহী বাস।সড়কটি পুনমেরামত না করেই সংস্কারের নামে প্রতি বছরে লাখ লাখ টাকার হরিলুটের খেলা চলছে। দেখার কেউ নেই।

জানা গেছে ২০১০ সালে সড়কটি মেরামতের সময় পাথর বালুর কমপোস্ট করে পরীক্ষামূলকভাবে (নতুন পদ্ধতিতে) মেরামত করা হয়। সেই সময় সড়কটি নির্মাণ ও সংস্কারের কাজটি সঠিক পদ্ধতিতে হয়নি। ফলে তখন হতেই বর্ষা মৌসুম এলেই সড়কটির অধিকাংশ স্থানে পাথর বালু ও কাদার মিশ্রনে বেহাল দশা সৃষ্টি হয়।সড়কটি চলাচলের উপযুগী রাখতে প্রতিবছর ফেনী সড়ক ও জনপথ বিভাগ লক্ষ টাকা টাকা অর্থ ব্যয় দেখায়।কিন্তু প্রকৃত পক্ষেই কাজের কাজ কিছুই হয় না।

২০১৩ সাল থেকে সড়কটির সহস্রাধীক স্থানে ফাটল ও ডিপ্রেশন দেখা দেয়।সামান্য বৃষ্টি হলে খাদ (ডিপ্রেশন) গুলোতে পানি জমে সড়কের মূল বেজ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ খন্ড- খন্ড ভাবে মেরামত ও সংস্কার করে সড়কটি জোরাতালি দিয়ে সচল রাখার কাজ করে থাকে। সড়ক জনপথের সংস্কার ও সচল রাখার কাজ নিয়েও জনমনে নানা দুর্নীতি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ রয়েছে।

চলাচলের উপযোগী রাখতে গত ৩ মাস পূর্বেই ফেনী সড়ক ও জনপদ বিভাগ ১৮ কিেিলামিটার দৈর্ঘ্যের সড়কটি ৮৭ লক্ষ টাকা ব্যায়ে সংস্কার করে।সড়ক ও জনপদ বিভাগের অসাধু কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদার পরস্পরের যোগসাজসে অত্যান্ত নিম্মমানের নির্মান সামগ্রী দিয়ে জোড়াতালি দিয়ে কাজ শেষ করে। কিন্তু নির্মাণ কাজ শেষ হতে না হতেই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খাদ দেখা দিয়েছে।সড়কটির সোনাগাজী উপজেলার অংশের ডাকবাংলা থেকে সোনাগাজী পৌরসভা পর্যন্ত কিছুটা ভালো থাকলেও ডাকবাংলা থেকে সোনাগাজী সীমানার ধলিয়া বাজার থেকে ফেনী সদরের লালপোল পর্যন্ত প্রায় সহ¯্রাধীক স্থানে খানা খন্দে ভরে গেছে।যার কারনে সোনাগাজী থেকে ফেনীতে যাতায়াতকারী জনসাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হচ্চে।প্রায় প্রতিদিন সড়কে চলাচলকারী যানবহন দূর্ঘটনার কবলে পড়ছে।

ক্ষুব্ধ জনসাধারন সড়কটিতে নিম্মমানের কাজের জন্য ফেনী সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিচারের জন্য সেতু মন্ত্রি ওবায়দুল কাদেরের সদয় হস্তক্ষেপ কামনা করেন।

ফেনী সড়ক জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জাহিদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সড়কটির সংস্কারে কোন অনিয়ম হয়নি।তাহলে সংস্কারের  ৩ মাসের মধ্যেই কেন সড়কটি খানা-খন্দে ভরে উঠেছে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর না দিয়ে খানা-খন্দের স্থান মেরামতের আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *