
নিজস্ব প্রতিনিধি, ০৫ জুলাই ১৭।। ০৫:২০:৪৭ অপরাহ্ন
ফেনীর সোনাগাজীতে দুই ব্যাক্তির হাতাহাতির একপর্যায়ে হ্নদরোগে আক্রান্ত হয়ে নাছির উদ্দিন(৩৫) নামের এক ব্যাক্তির মুত্যু হয়েছে।
ঘটনাটি বুধবার দুপুরে পৌরসভার হাসপাতাল গেট এলাকায় ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতাল গেটে অবস্থিত জাহান ফার্মেসীর স্বত্তাধীকারী এনামুল হকের সাথে পাশ্ববর্তী বেপারী বাড়ীর বজলের রহমানের ছেলে নাছির উদ্দিনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।উপস্থিত লোকজন তাদের উভয় কে নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যার্থ হয়।এর কিছুক্ষন পর পাশের দোকানে চা খাওয়া অবস্থায় নাছির অজ্ঞান হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার নুরুল আলম জানান,নাছির কে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে তার দ্রুত ইসিজি করা হলে হার্টের ব্লক ধরা পড়ে।তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়।
নাছিরের পারিবারীক সুত্র জানায়,ফেনী সদর হাসপাতাল থেকে তাকে প্রথমে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে নাছিরের মুত্যুর খবর জানিজানি হলে তার স্বজনেরা এনামের ফার্মেসীতে ভাংচুরের চেষ্টা চালালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনার পরপরই এনাম পালিয়ে যাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।সে পৌর সভার বৌদ্ধ বাড়ীর মফজল হকের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুন কবির নাছিরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
