
নিজস্ব প্রতিনিধি,২১ জুলাই ১৭।।০৫:১২:৩৪ অপরাহ্ন
সোনাগাজীর আমিরাবাদ ইউপির সফরপুর গ্রামে বৃহস্পতিবার রাতে রহস্যজনক ডাকাতি সংগঠিত হয়েছে।ওই গ্রামের মাদ্রাসা রোড়ে ডাক্তার মোস্তাফিজুর রহমানের বাড়ীতে ১৫/২০ জনের মুখোশপরা ডাকাত দল হানা দিয়ে নগদ টাকা, স্বর্নালংকারসহ ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
ডাকাতির পর ডাকাতেরা পাশ্ববর্তী ফেনী সদরের ধলিয়া ইউপির দৌলতপুর গ্রামের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন তারা।তবে এলাকাবাসীর তথ্যে তাদের বক্তব্যের অনেক অমিল ও রহস্যজনক আচরনের আলামত স্পষ্ট হয়ে উঠেছে।
ডাকাতির খবরে সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউচার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বিচারের আশ্বাস দেন।
স্থানীয় এলাকাবাসী ডাকাতির ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে জানিয়েছেন,এলাকাটিতে বিগত ৩০ বছরের মধ্যে কোন ডাকাতি হয়নি।ফায়দা হাসিলের জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে চিহ্নিত কিছু দূর্বৃত্ত ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা জানিয়েছেন,সোনাগাজীতে গত কয়েক মাসে চিহ্নিত কিছু দুর্বৃত্ত ডাকাতির নাটক মঞ্চস্থ করে স্থানীয় প্রশাসনকে বিভ্রান্ত করে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করে।যার ফলে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে নীরিহ কয়েক যুবক পা হারিয়ে কারাগারে রয়েছে।
