Saturday, January 10সোনাগাজীর প্রথম অনলাইন পএিকা
Shadow

সোনাগাজীর কৃতিসন্তান উপ -সচিব অাবদুল হাই ’র জনপ্রশাসন পদক লাভ

 

সৈয়দ মনির অাহমদ>>> ১৯ জুলাই ১৭, বুধবার ২৩:৫০।

জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক ২০১৭ অর্জন করেন ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের কৃতিসন্তান, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক উপ সচিব মো. অাবদুল হাই।

উপ সচিব মো. অাবদুল হাই জানান, চাকুরি জীবনের সবচেয়ে বড় অর্জন এটি। সম্মানজনক এ পদকে ভুষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি ।

জাতীয় পর্যায়ে সাধারণ দলগত শ্রেণিতে জেলা প্রশাসক চাঁদপুর মো. আব্দুস সবুর মন্ডল এর নেতৃত্বে ছয়জন চাঁদপুর জেলা ব্র্যান্ডিং এর জন্য জনপ্রশাসন পদক ২০১৭ এ ভূষিত হয়েছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জুলাই ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন ।

এর অাগে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *