
নিজস্ব প্রতিনিধি,২৫ জুলাই ১৭।।০২:৫৫:২৩ অপরাহ্ন
সোনাগাজীর ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-দাতা সদস্য ও সাবেক সভাপতি, সোনাগাজী উপজেলার দু’বারের শ্রেষ্ঠ( স: প্রা: বিদ্যালয়ের) এস,এম,সি সভাপতি এবং কমিউনিটি পুলিশিং ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সোনাগাজী শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী মো. আবু সুফিয়ান অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ঢাকার আল বারাকা বিশেষায়িত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে তার গল ব্লাড়ার স্টোন অপারেশন হবে। তিনি ও তারঁ পরিবার সকলের নিকট রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
