
নিজস্ব প্রতিনিধি,২৬ জুলাই ১৭।।১১:৩০:৪৫ অপরাহ্ন
বিপুল উৎসাহ উদ্দীপনা ও বন্যাঢ আয়োজনে ফেনীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ’র (স্বাচিপ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বুধবার শহরের কিং অফ ফেনী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সভাপতি ডা: এম ইকবাল আর্সালান।
সংগঠনের আহবায়ক ডা: সাহেদুল ইসলাম কাওসারের সভাপতিত্বে ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় মহাসচিব অধ্যাপক ডা: এম এ আজিজ, সহ-সভাপতি ডা; মো: মহসিন উজজামান চৌধুরী, জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম, জেলা সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর, সাংগঠনিক সম্পাদক ডা: শাহাদাত হোসেন রিপন, কেন্দ্রিয় কমিটির সদস্য ডা: আহসান হাবিব, ডা: আ ন ম মিনহাজুর রহমান, ডা: মীর মোশাররফ হোসেন দিগন্ত, ডা: শাহরিয়ার শাকিল ও বিএমএ’র সাবেক সভাপতি ডা. মনজুর ইকবাল প্রমূখ। এর আগে বেলুন উড়িয়ে সম্মেলন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানে ডা: মনজুর ইকবালকে সভাপতি ও ডা: সাহেদুল ইসলাম কাওসারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
